October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 9th, 2022, 7:40 pm

ঢাকা-দুবাই রুটে বিমানের দুটি অতিরিক্ত ফ্লাইট

ফাইল ছবি

ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কারণে ও প্রবাসীদের সুবিধার্থে আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকা-দুবাই রুটে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান কৃর্তপক্ষ।

রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি৪০৪৭ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ছেড়ে গিয়ে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুবাই পৌঁছাবে।

দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী, সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে যাত্রীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইট ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

রবিবার দুপুর আড়াইটার থেকে ফ্লাইটগুলোর টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। যাত্রীদের বিমানের যে কোন সেলস্ অফিস বা বলাকা প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭) যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬ এই নম্বরগুলোতে যোগযোগ করা যাবে।

এছাড়া বিমান কল সেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

—-ইউএনবি