October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 28th, 2023, 8:37 pm

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-খেলাঘরের জয়

অনলাইন ডেস্ক :

টুম্পা চৌধুরির ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফে খেলে রানের জন্য ছুটলেন লতা মন্ডল। মাঝ পিচ পার হতেই ব্যাট উঁচিয়ে উদযাপন করতে করতে পূর্ণ করলেন রান। তার উচ্ছ্বাস এমন আকাশ ছোঁয়া হওয়ারই কথা। দারুণ ব্যাটিংয়ে যে পেয়েছেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া! ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে রোববার (২৮ মে) লতার অপরাজিত সেঞ্চুরির ম্যাচে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৪৫ রানের অনায়াস জয় পায় খেলাঘর সমাজকল্যাণ সংঘ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ২৮১ রানের স্কোর গড়ে তারা স্রেফ ৩৬ রানে গুটিয়ে দেয় কেরানিগঞ্জকে। ১০১ বলে অপরাজিত ১০০ রান করেন লতা। ৯ চারে সাজান নিজের ইনিংস। পরে বল হাতে ৭ ওভারে ৪ মেডেনসহ স্রেফ ৩ চার খরচায় ৪ উইকেট নেন জাতীয় দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন। টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘরকে ভালো শুরু এনে দেন দিলারা আক্তার ও মোসাম্মৎ সানজিদা আক্তার। সানজিদা ১৯ রান করে ফিরলে ভাঙে ৬৭ রানের উদ্বোধনী জুটি।

দিলারা খেলেন ৫ চার ও ১ ছয়ে ৪৯ বলে ৪৭ রানের ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে ১২০ রান যোগ করেন লতা ও তাজ নেহার। দলকে দুইশর কাছাকাছি রেখে ৫২ রান করে আউট হন তাজ। পাঁচ নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং করেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানো স্বর্ণা আক্তার। ৩ চার ও ২ ছয়ে স্রেফ ২৫ বলে তিনি খেলেন ৪১ রানের ইনিংস। একপ্রান্ত আগলে রেখে ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিন নম্বরে নামা লতা। চলতি লিগে এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি করেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা। রান তাড়ায় একবারের জন্যও জয়ের ন্যুনতম সম্ভাবনাও জাগাতে পারেনি কেরানিগঞ্জ। অধিনায়ক শাহানাজ পারভিন (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি। ইনিংসের ২২তম ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ফাহিমা। তার ৪ উইকেট ছাড়াও সানজিদা আক্তার মেঘলা ধরেন ৩ শিকার। ৭ ওভারে স্রেফ ৭ রান খরচ করেন বাঁহাতি পেসার।

সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজকল্যাণ সংঘ: ৫০ ওভারে ২৮১/৫ (দিলারা ৪৭, মোসাম্মত সানজিদা ১৯, লতা ১০০*, তাজ ৫২, স্বর্ণা ৪১, সুলতানা ৯, জান্নাতুল ১*; কণা ৫-০-৪৩-০, ফারিয়া ৯-০-৪৬-০, টুম্পা ১০-০-৪৯-১, পারভিন ৪-০-২৫-০, শাহানাজ ১০-০-৪৯-৩, শারমিন ৫-০-২৬-১, মাকতুবা ৭-০-৪২-০)
কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ৩৪ ওভারে ৩৬ (জামিলা ০, শোভা ০, সুমাইয়া ১, শাহানাজ ১০, রচনা ৩, মাকতুবা ০, শারমিন ২, কণা ১, টুম্পা ০, ফারিয়া ৮, পারভিন ২*; পুজা ৬-২-১৭-১, সানজিদা ৭-৩-৭-৩, সুলতানা ৮-৬-৪-১, ফাহিমা ৭-৪-৩-৪, বৃষ্টি ৬-৩-৫-১)
ফল: খেলাঘর সমাজকল্যাণ সংঘ ২৪৫ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: লতা ম-ল
ফাতেমার ৪ উইকেটে আবাহনীর জয়: দারুণ বাঁহাতি স্পিনে সিটি ক্লাবকে অল্পেই আটকে রাখেন ফাতেমা জাহান সোনিয়া। ছোট লক্ষ্যে শুরুতে ধাক্কা খেলেও আবাহনী লিমিটেডকে সহজ জয় এনে দেন আফিয়া আনাম, শিভানি সিং, শম্পা বিশ্বাসরা। বিকেএসপির এক নম্বর মাঠে আবাহনীর জয় ৬ উইকেটে। ১২৫ রানের লক্ষ্য ১০৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে তারা। আবাহনীর টানা দ্বিতীয় জয় এটি। সিটি ক্লাব হেরে গেল প্রথম দুই ম্যাচেই। দারুণ এই জয়ের বড় কারিগর ফাতেমা। পুরো ১০ ওভারে ৫ মেডেনসহ ¯্রফে ১৩ রানে ৪ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। টস জিতে ব্যাটিংয়ে নেমে উইকেটে লম্বা সময় কাটালেও ইনিংস বড় করতে পারেননি সিটি ক্লাবের ফাতেমা তুজ জোহরা (৪১ বলে ২০), তমালিকা সুমনা (৭৭ বলে ২৬), জান্নাতুল ফেরদৌসরা (৬৬ বলে ১৯)। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলেও ১২৪ রানে থামে তাদের ইনিংস। ফাতেমার ৪ উইকেট ছাড়াও ইশমা তানজিমের শিকার ২টি। রান তাড়ায় দ্বিতীয় ওভারে ননস্ট্রাইক প্রান্তে বল ছাড়ার আগেই মুর্শিদা খাতুনকে রান আউট করেন সুমা রানি রয়। ওই ওভারেই কট বিহাইন্ড হন আরেক ওপেনার শামিমা সুলতানা। তিন নম্বরে নামা ইশমা তানজিম ফেরেন ¯্রফে ৩ রান করে। চার নম্বরে নামা আফিয়া আনাম প্রত্যাশা পাল্টা আক্রমণে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বেশি দূর যেতে পারেননি। ২টি করে চার-ছয়ে ৩১ বলে ২৭ রান করেন মারকুটে ব্যাটার। পঞ্চম উইকেটে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন শিভানি ও শম্পা। ভারতীয় ক্রিকেটার শিভানি অপরাজিত থাকেন ৬৪ বলে ৩২ রান করে, শম্পা ৭১ বলে ৩৫। অতিরিক্ত থেকে আসে ২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
সিটি ক্লাব: ৫০ ওভারে ১২৪/৯ (ফাতেমা ২০, তমালিকা ২৬, সাবিকুন ১, জান্নাতুল ফেরদৌস ১৯, শিভানি ১৪, কামরুন ৯, দিশা ০, প্রিয়াঙ্কা ১, সুমা ২, রুপা ৯*, জান্নাতুল ফেরদৌসি ২*; জাহানারা ৯-০-৩৭-১, সাবেকুন ৮-৩-১৫-১, একা ৪-০-২০-০, সান্দিহা ১০-২-১৮-০, ইশমা ৯-৩-২০-২, ফাতেমা ১০-৫-১৩-৪)
আবাহনী লিমিটেড: ৩২.২ ওভারে ১২৫/৪ (মুর্শিদা ২, শামিমা ০, ইশমা ৩, আফিয়া ২৭, শিভানি ৩২*, শম্পা ৩৫*; দিশা ৬.২-১-১৯-০, সুমা ৬-০-২৯-১, জান্নাতুল ফেরদৌসি ৫-১-১২-১, রুপা ৩-০-১৫-০, জান্নাতুল ফেরদৌস ৯-০-২৫-০, কামরুন ২-০-৭-০, শিবানি ১-০-১১-০)
ফল: আবাহনী লিমিটেড ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: ফাতেমা জাহান