October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 6:59 pm

ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ইতালি থেকে আসা এক যাত্রীকে ১ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।

ইতালির নাগরিক যাত্রী আমরানুল হকের স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ৭২২ নম্বর ফ্লাইটে করে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

এ সময় তার ব্যাগ স্ক্যান করার সময় ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের, যার ওজন ৩ কেজি ৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তার বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।

—ইউএনবি