হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দু’টি ফ্লাইট থেকে ৩৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের কাস্টমস প্রিভেন্টিভ টিম।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্স ইকে-৫৮৬ ফ্লাইটটি রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।
তারা আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের একটি প্রিভেনটিভ টিম ৩ যাত্রীকে থামিয়ে তাদের কাছ থেকে ৩টি স্বর্ণের বার ও কিছু গয়না জব্দ করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট থেকে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের প্রায় ২৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
খবর পেয়ে কাস্টমস কর্মকর্তাদের একটি দল বিমানটি তল্লাশি করে সিটের নিচে নীল স্কচ টেপ দিয়ে মোড়ানো স্বর্ণগুলো উদ্ধার করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক