ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া এ দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিসও খোলা থাকবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরুর কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
—ইউএনবি
আরও পড়ুন
ধানের দাম কম : উৎপাদন খরচ ফেরত পাচ্ছে না চাষীরা, ক্ষতির মুখে কৃষক
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে এমপি মোস্তাফিজুরকে শোকজ
আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর