September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 26th, 2022, 7:42 pm

ঢাবির দুই ছাত্রকে মারধরের অভিযোগ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের আবাসিক দুই ছাত্রকে ১০-১২ জন মারধর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার সকালে এই মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার এক শিক্ষার্থী আখলাকুজ্জামান অনিক ইউএনবিকে বলেন, হামলাকারীরা সবাই বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজিবের অনুসারী। তারা সকাল সাড়ে আটটার দিকে তাদের ঘরে ঢুকে প্রচণ্ড মারধর করে।

পরে আহত অবস্থায় অনিককে অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন।

অনিক আরও বলেন, ‘আমার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আজ সন্ধ্যায় হওয়ার কথা।’

হামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, হামলাকারীদের একজন তিন দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে তার একজন বান্ধবীর সঙ্গে এসেছিল। ওই ছেলের অভিযোগ, আমি তাদের অপদস্থ করেছি।

এ বিষয়ে সজিবুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে হল প্রশাসন ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আমরা কর্তৃপক্ষকে এ বিষয়ে সহযোগিতা করব।

এ বিষয়ে অধ্যাপক আব্দুল বাছির বলেন, ‘আমি হামলার কথা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত ভুক্ভোগীদের কোনো্ লিখিত অভিযোগ পাইনি।

—ইউএনবি