October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 9:31 pm

তফসিল নিয়ে বুধবার বৈঠকে বসছে ইসি

প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আলোচনাকরতে বুধবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল ১০টায় তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার বিকেল ৫টায় কমিশনের সভা শেষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন।

সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সভা করে থাকে। এরপর সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য রেকর্ড করা হয়। সন্ধ্যায় তফসিল ঘোষণার সময় ভাষণটি সম্প্রচার করা হয়।

এর আগে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আগামী বুধবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

—-ইউএনবি