অনলাইন ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (৬ মার্চ) পুনে মেট্রোরেল প্রজেক্টের উদ্বোধন করে তার ‘তরুণ বন্ধুদের’ সাথে মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এনডিটিভি’র প্রতিবেদনের একটি ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেট্রোর টিকিট কিনেছেন, তারপর তিনি গারওয়ার মেট্রো স্টেশন থেকে আনন্দনগর স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন। ভারতের প্রধানমন্ত্রী অফিস থেকে করা এক টুইট বার্তায় শিশুদের পাশে বসে মেট্রোরেলে ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছে। তাতে বলা হয়, এই মেট্রোরেল পুনের মানুষের সুবিধা এবং আরাম নিশ্চিত করবে।এই মেট্রোর মোট দৈর্ঘ্য ৩২.২ কিলোমিটার। যার মধ্যে ১২ কিলোমিটার চালু হচ্ছে প্রথম দফায়। পুনের এই মেট্রোরেলগুলো দু’টি রুটে যাতায়াত করবে। ভানাজ থেকে গারওয়ার কলেজ এবং পিসিএমসি থেকে ফুগেওয়াড়ি মেট্রো স্টেশন পর্যন্ত। তবে টিকাগ্রহণকারীরাই কেবল এই মেট্রো রেলে ভ্রমণের সুযোগ পাবেন। পুনে মেট্রোরেল প্রকল্পে ব্যয় হবে ১১ হাজার চারশ’ কোটির বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ২০১৬ সালের ২৪ ডিসেম্বর এই প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরও পড়ুন
‘পানির প্রতিটি ফোঁটা দূষণের শিকার ও অতি ব্যবহারে অপচয় হচ্ছে’
যুক্তরাষ্ট্রে পতনের মুখে ২০০ ব্যাংক
ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রীর আকস্মিক সফর