July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 4th, 2023, 8:41 pm

তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন স্পিকার

অনলাইন ডেস্ক :

চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। বুধবার ক্যালিফোর্নিয়ায় যাত্রা বিরতিতে সাইয়ের সঙ্গে দেখা হতে যাচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদেন জানা গেছে, ম্যাকার্থি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যাবেন। ১০ দিনের মধ্য আমেরিকায় সফরে থাকা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ক্যালিফোর্নিয়ায় যাত্রাবিরতি অবস্থান করার সময় সাক্ষাৎ করবেন। তার এই সফরকে উদ্দেশ্যমূলক অ্যাখ্যা দিয়ে সাক্ষাৎ না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের সম্পর্ক চূড়ান্ত অবনতিরও আভাস দিয়েছে শি জিনপিং প্রশাসন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু জুয়েউয়ান বলেন, আমরা ওয়াশিংটনকে তাইওয়ান প্রসঙ্গে আগুন নিয়ে খেলার পুনরাবৃত্তি না করার অনুরোধ জানাচ্ছি। গত বছর বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রতিবাদে তাইওয়ান প্রণালীর আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চীনের। তাইওয়ান নিজেদের স্বাধীন ও স্বায়ত্বশাসিত হিসেবে দাবি করছে। চীনের হুমকি সত্ত্বেও তাইপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে অঞ্চলটিতে। সূত্র: বিবিসি