October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 28th, 2023, 8:14 pm

তাইজুল-রিপন-জাহানারা বিগ ব্যাশ ড্রাফটে

অনলাইন ডেস্ক :

বিগ ব্যাশ লিগের ত্রয়োদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন তাইজুল ইসলাম, রিপন ম-ল। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের মেয়েদের লিগের ড্রাফটে আছে জাহানারা আলমের নাম। আগামী রোববার স্থানীয় সময় বিকালে হবে উইমেন’স বিগ ব্যাশ লিগের প্লেয়ার্স ড্রাফট। পরে সন্ধ্যা ৭টায় শুরু ছেলেদের টুর্নামেন্টের দল গোছানোর কার্যক্রম। গত আসরেও নাম দিয়েছিলেন সবশেষ যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাওয়া রিপন। সেবার কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি।

নতুন আসরে পুনরায় নাম জমা দিলেন এখন পর্যন্ত স্রেফ দুটি স্বীকৃত টি-টোয়েন্টি খেলা এই পেসার। তাইজুলেরও নেই বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা। ৯৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৭৬ উইকেট নিয়েছেন ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনার। জাহানারা অবশ্য খেলেছেন বিদেশের বিভিন্ন লিগে। হংকংয়ের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি লিগের নিয়মিত মুখ ৩০ বছর বয়সী পেসার।

এ ছাড়া ২০২০ সালে ভারতের উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভেলোসিটির হয়ে খেলেন তিনি। সব মিলিয়ে ছেলেদের বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে ২৯ দেশের ৩৭৬ জন ক্রিকেটারের নাম জমা পড়েছে। মেয়েদের লিগে খেলার জন্য নাম দিয়েছেন ১৯ দেশের ১১৬ জন ক্রিকেটার। আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ২০২৪ সালে ২৪ জানুয়ারি।