October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 28th, 2022, 1:17 pm

তাদের জড়িয়ে ধরার অপেক্ষায় ছিলাম: ভাবনা

অনলাইন ডেস্ক :

সাফজয়ী নারী ফুটবলারদের স্পর্শ করার, জড়িয়ে ধরার অধীর আগ্রহে ছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সে ইচ্ছে পূর্ণ হলো। সাফজয়ী সব মেয়েকে জড়িয়ে ধরলেন। নিজের ফেসবুকে ভাবনা বিষয়টি শেয়ার করেছেন। বাফুফে ভবনে গিয়ে সাফজয়ী মেয়েদের সঙ্গে দেখা করেন ‘জিরো ডিগ্রি’খ্যাত অভিনেত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে ভাবনা নিজের ফেসবুকে লিখেছেন, আমাদের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা-এর সব কিছুরই জবাব বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয়। অভিনেত্রী বলেন, কত বড় বড় বাধার প্রাচীর দুমড়েমুচড়ে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে হয়, সেটা সবাই জানে। ক্রীড়াঙ্গনে পা ফেলতে হলে নারীদের কত দিকের, কত প্রতিবন্ধকতা পার হতে হয়, সে ব্যাপারও কারো অজানা নয়। রক্ষণশীল, পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতা ভাবনার জগৎকে গ্রাস করতে থাকলে মুক্তি মেলে না। আমরা এখনো সেই মানসিকতার বিরুদ্ধে জয়ী হতে পারিনি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ রকম পরিস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা দেশের জন্য বয়ে এনেছেন বিশাল সম্মান। আমি অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরব তাদের, বলব চিৎকার করে একসঙ্গে দাবায় রাখতে পারবা না।