October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 21st, 2023, 8:35 pm

তানিয়া বৃষ্টির কবলে আরশ

অনলাইন ডেস্ক :

এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘চিরকুমার’-এর চিকু সংঘের অন্যতম সদস্য চিকু ফয়সালকে এতদিন দেখা গেছে বুমের ভয়ে পালিয়ে বেড়াতে। এবার সেই চিকু ফয়সাল গিয়ে নিজেকে ধরা দেয় বাংলার কাছে। বাংলা নামে নতুন একটি চরিত্র নাটকটির ৫৭ তম পর্ব থেকে যোগ হচ্ছে। এই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নির্মাতা জানান, ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। তানিয়া-আরশ জুটির এই পর্বগুলোর শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায়। গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, ফারিয়া শাহরিন, আরশ খান, এমিলা হক, তানিয়া বৃষ্টি, আহসান হাবীব নাসিম, বাপ্পি আশরাফ, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে। প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হয় নাটকটি।