October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 17th, 2022, 8:09 pm

তাপদাহে ক্যান্সাসে হাজারো গবাদি পশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান তাপমাত্রা, উচ্চ আর্দ্রতার কারণে দক্ষিণ-পশ্চিম ক্যান্সাসের ফিডলটগুলোতে হাজার হাজার গবাদি পশু মারা গেছে বলে জানিয়েছেন অঞ্চলটির শিল্প কর্মকর্তারা।

বৃহস্পতিবার পর্যন্ত ক্যান্সাস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট চূড়ান্ত সংখ্যা জানাতে না পারলেও অন্তত ২০০০ প্রাণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এজেন্সির মুখপাত্র ম্যাট লারা বলেছেন, এই সপ্তাহের তাপপ্রবাহ থেকে আরও বেশি ফিডলট ক্ষতির রিপোর্ট করা হয়েছে ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটির গবাদি পশু চিকিৎসক এ.জে. টারপফ বলেছেন, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা বৃদ্ধি ইত্যাদি কারণে এমনটা হচ্ছে।

ক্যান্সাস লাইভস্টক অ্যাসোসিয়েশনের মুখপাত্র স্কারলেট হ্যাগিন্স বলেছেন, গত সপ্তাহে তাপমাত্রা ৭০ ও ৮০ থাকলেও এ শনিবার তারা ১০০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করেছেন। যা গবাদি পশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়েছে।

হ্যাগিন্স বলেন, বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে, প্রতিটি গবাদি পশুর মূল্য প্রায় দুই হাজার মার্কিন ডলার। ক্ষতির সম্মুখীন অনেককেই ফেডারেল দুর্যোগ প্রোগ্রাম সাহায্য করবে।