অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রাপ্তি বলতে কিছু নেই। সেখানে এখন পর্যন্ত ৯ ওয়ানডে এবং ৬ টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতশ্রী। তবে এবার হতশ্রী এই রেকর্ড পাল্টে দিতে সংকল্পবদ্ধ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই লক্ষ্যের কথাই জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেছেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকা যাবো। সঙ্গে এটাও সত্যি যে সেটা কঠিন। ওখানে আমাদের রেকর্ড ওতটা ভালো না। তবে রেকর্ড জিনিসটাই এমন যেকোনও মুহূর্তে পরিবর্তন হতে পারে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরনো পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা না বললেও আত্মবিশ্বাস রয়েছে তামিমের, ‘আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আমি বলে যাবো আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো বা আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করা দরকার তা করবো। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারও কঠিন পরিশ্রম করবো।’ মূলত তামিমকে আশাবাদী করে তুলছে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়, ‘অসাধারণ উদাহরণ হচ্ছে নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা অনেকদিন কোনও ফরম্যাটেই ভালো খেলিনি। আমরা ওই জিনিসটা পরিবর্তন করতে পেরেছি। আমরা চেষ্টা করবো যে রেকর্ডটা দক্ষিণ অফ্রিকায় আছে, সেটা পরিবর্তন করার।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। বাংলাদেশ ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার ১০ ম্যাচে পয়েন্ট ৩৯। তামিম আশা করছেন দক্ষিণ আফ্রিকা থেকে পয়েন্ট নিতে পারবে বাংলাদেশ, ‘আমরা জিততে পারি, প্রায় সময়ই কিন্তু বিভিন্ন ফরম্যাটে সেটা প্রমাণ করছি। নিউজিল্যান্ডে যদি চিন্তা করেন, প্রায় ৩০-৩২টি খেলায় কোনওদিন জিততে পারিনি। কিন্তু ওই দলটা সেই রেকর্ড পাল্টে দিয়েছে। আশা করছি, আমার দলটাও এই রেকর্ড পরিবর্তন করতে পারবে।’
আরও পড়ুন
ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিমকে দলে নিতে নোটিশ
দেখে নিন বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড