অনলাইন ডেস্ক :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পর আচমকা ব্যক্তিগত সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেই সংবাদ সম্মেলনেই অশ্রুসিক্ত নয়নে বিদায় বললেন তামিম। তামিমের এমন সিদ্ধান্তে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। সেখানেই তামিমকে নিয়ে আবেগঘন বার্তা জানিয়েছেন তার সতীর্থরা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তামিমকে মিস করবেন জানিয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘মাঠ আর মাঠের বাইরে আপনার সঙ্গে লম্বা একটা পথচলায় আমাদের অজস্র স্মৃতি ছিল। একজন ভাই এবং ক্যাপ্টেন হিসেবে আপনি যতখানি সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করবো।’
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান সহ জীবন্ত কিংবদন্তি! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাস এবং উৎসাহের জন্য চিরকাল কৃতজ্ঞ। খেলোয়াড়, ভক্ত এবং খেলাই আপনাকে মিস করবে, তামিম ভাই।’ বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা পেসার সাইফউদ্দিন লিখেছেন, ‘লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না! এটা ভেবেই অনেক খারাপ লাগতেছে।’ এছাড়া টাইগার ব্যাটার লিটন দাস তামিমের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না আপনি আর বাংলাদেশের জন্য খেলবেন না। আপনাকে খুব মিস করবো ভাই। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।’
আরও পড়ুন
ইউএস ওপেনের নতুন রানী হলেন সাবালেঙ্কা
বৃষ্টিতে পরিত্যক্ত হলো নারী দলের ওয়ানডে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মইন আলি