শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তামিমের সেঞ্চুরির পর মুশফিকুর রহিম ও লিটন দাসও ফিফটি করেছেন।
তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১০৭ ওভারে তিন উইকেট হারিয়ে ৩১৮ রানে ব্যাট করছে। এদিন মুশফিক ও লিটন যথাক্রমে ৫৩ ও ৫৪ রানে অপরাজিত রয়েছেন।
মঙ্গলবার তামিম ও মাহমুদুল্লাহ দিনের শুরুটা ভালো করলেও মাহমুদুল্লাহর বিদায়ের পরই একের পর এক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হককে হারায় বাংলাদেশ। এসময় নাজমুল ১ ও মুমিনুল ২ রান করেন।
শেষ ১০ টেস্ট ইনিংসে এটি মুমিনুলের সপ্তমবার এক অঙ্কের স্কোর।
মুশফিক ও লিটন একটি করে অর্ধশতক করার আগে, তামিম ইকবাল টেস্টে তার দশম সেঞ্চুরি করেন এবং মাহমুদুল হাসান জয় ফিফটি করেন।
৫৮ রানে মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেও শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন তামিম। তবে শেষ পর্যন্ত ১৩৩ রান করে সাঁজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও লিটন ৯৮ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা দুটি ও আসিথা ফার্নান্দো একটি উইকেট নেন।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের অসাধারণ ১৯৯ রানে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেন। তার সঙ্গে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল একটি করে অর্ধশতক করেন।
বাংলাদেশের হয়ে ডানহাতি স্পিনার নাঈম হাসান ১০৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন;এই ফরম্যাটে এটাই তার সর্বাধিক উইকেট সংগ্রহ। এছাড়া সাকিব আল হাসান তিনটি ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন।
—ইউএনবি
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত