অনলাইন ডেস্ক :
‘প্রেম’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। সৈকত রেজার পরিচালনায় গানচিত্রে মডেল হয়েছেন আদর আহমেদ ও অনিন্দিতা মিমি। ইমরান জানিয়েছেন, তারেক আনন্দ ভাইয়ের লেখা ‘বর্ষা চোখ’ গানটি শ্রোতাদের কাছে ভীষণ পছন্দের। এই গানটিও রোমান্টিক ঘরানার। ভালোবাসা দিবসে আমার শ্রোতাদের জন্য স্পেশাল উপহার। আশা করছি, এই গানটিও ভালো লাগবে। গীতিকবি তারেক আনন্দের ভাষ্য, এম এম পি রনির আগ্রহের কারণেই আবার ইমরানের কণ্ঠে প্রকাশ হলো আমার লেখা গান। গানটি শ্রোতাদের ভালো লাগবে। রনির সুর-সংগীতে মুগ্ধ হবেন শ্রোতারা।
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিবেন তামিম
কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিলিয়নিয়ার হলেন সেলেনা গোমেজ