অনলাইন ডেস্ক :
প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদের দল। একমাত্র গোলটি করেছেন চার্লস দিদিয়ের। আট ম্যাচে চার জয়, তিন হার এবং একটি ড্র’তে ১৩ পয়েন্ট শেখ রাসেলের। আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র’য়ের পর বসুন্ধরা কিংসের কাছে ৩-১ গোলে হেরেছিল শেখ রাসেল। এরপর আজমপুর ফুটবল ক্লাবেকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরে দলটি। ৮ ম্যাচে আট পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিস। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন দিদিয়ের। জামাল ভুঁইয়ার নিচু মাটি কামড়ানো ফ্রিকিক বক্সের ভেতর পেয়ে ডান পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। দিনের আরেক ম্যাচে সোলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে আজমপুরকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটি করে গোল করেছেন ড্যানিয়েল ফেবলেস, আরিফ হোসেন ও সাজ্জাদ হোসেন। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সাদা-কালোরা। আর এক পয়েন্ট নিয়ে তলানিতে আজমপুর।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা