অনলাইন ডেস্ক :
আরব মুল্লুকেই কি বর্ণময় ফুটবল ক্যারিয়ার শেষ করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো? পর্তুগিজ মহানায়কের নতুন কোচ যা বললেন, তাতে সিআর সেভেনকে নিয়ে জল্পনা আরো বাড়বে আগামী দিনে। আল নাসর ক্লাবের জার্সি গায়ে রোনালদোর অভিষেক হয়ে গেছে আগেই। নতুন ক্লাবের হয়ে এখনো তিনি গোল পাননি। পিএসজির বিরুদ্ধে প্রীতি ম্যাচে গোল ছিল তার। সৌদি সুপারকাপের সেমিফাইনালে আসল সময়ে গোল পাননি রোনালদো। তিনি সুযোগ নষ্ট করায় ম্যাচের গতিপ্রকৃতি বদলে যায় বলে অভিযোগ করেছিলেন রোনালদোর নতুন কোচ রুডি গার্সিয়া। সেই রুডি গার্সিয়াই বলেছেন, রোনালদো ইউরোপে ফিরে যাবেন। গার্সিয়ার কথায়, ‘রোনালদোর সংযোজন ক্লাবের জন্য ইতিবাচক দিক। রোনালদো খেললে প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে নিয়ে ব্যস্ত থাকেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার রোনালদো। আল নাসরে রোনালদো তার ক্যারিয়ার শেষ করবে, নাকি ইউরোপে ফিরে যাবে?’ এর আগে খবর প্রকাশিত হয়েছিল, নিউ ক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়নস লিগ খেলার ছাড়পত্র পায়, তাহলে ইংল্যান্ডের ক্লাবের হয়ে দেখা যেতে পারে রোনালদোকে। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি পর্তুগিজ মহানায়কের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির একটা শর্ত হলো, ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিউ ক্যাসল ইউনাইটেড যদি খেলার ছাড়পত্র পায়, তাহলে রোনালদোকেও প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে দেখা যেতে পারে। এবারের চ্যাম্পিয়নস লিগে অবশ্য রোনালদোর খেলার কোনো সম্ভাবনা নেই। একের পর এক রেকর্ড করেছেন রোনালদো। ইউরোপের ফুটবলকে অনেক দিয়েছেন পর্তুগিজ মহানায়ক। এবার এশিয়ার ক্লাবে এলেও চুক্তির শর্ত তার সামনে চ্যাম্পিয়নস লিগের দরজা খুলে দিতে পারে। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ৩ নম্বরে রয়েছে। তবে গার্সিয়ার কথামতো রোনালদো ইউরোপে ফিরে যাবেন-এ কথা গার্সিয়া বলায় সিআর সেভেনকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত