November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 8:13 pm

তাহলে কী শাকিব খানের দিন শেষ?

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে ঢাকাই সিনেমার এ অভিনেতা দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে শাকিবের দেশে না থাকার মধ্যেই শোবিজ অঙ্গনে গুজব ওঠে: শাকিব খানের দিন শেষ? মূলত শাকিব খানের নতুন সিনেমা মুক্তি না পাওয়া ও তার নতুন সিনেমায় শুটিংয়ের কোনো ঘোষণা না থাকায় এমন গুজব ছড়িয়ে পড়ে। এ ছাড়াও ২০২৩ সালে নতুন কোনো সিনেমার শুটিংয়ের তথ্য না দেয়ায় গুজবের পাল্লাটা আরও ভারী হয়। অন্যদিকে চিত্রনায়িকা শাবানার এসএস প্রোডাকশন শাকিবকে নিয়ে সিনেমার ঘোষণা দেয়, তবে এ বিষয়ে শাকিব খান নিজে কোনো মন্তব্য করেননি। তাই বিষয়টি অনেকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। এদিকে গত ১৫ জানুয়ারি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজন করা হয়েছিল ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে ঢালিউডের একঝাঁক তারকার মধ্যে হাজির ছিলেন শাকিব খানও। ওই অনুষ্ঠানে অভিনেতা বলেন, ‘আমি ফুরিয়ে যাইনি, আরও এক যুগ ঢাকাই সিনেমায় আমি আমার চমক দেখিয়ে যাব। তারপর সিদ্ধান্ত নেব, আসলে আমি কী করব। আজ যাচ্ছি বললেই যাচ্ছি না। ছুটি আজকেই হচ্ছে না। আরও তো এক যুগ যাক, তারপর ছুটির কথা ভাবব।’ অন্যদিকে শাকিবের দেশ ছাড়ার আগে জানা যায়, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মাণ হবে ‘শেরখান’ নামের একটি সিনেমা। সিনেমাটি নির্মাণ করবেন সানী সানোয়ার। সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে। দেশে ফিরেই এ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। শাকিব খানের দিন শেষ? গুজবের বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এ মুহূর্তে শাকিব খান ছাড়া প্রযোজকদের টাকা রিটার্ন করার মতো দেশে কোনো নায়ক নেই। যারা বলছেন শাকিব খানের দিন শেষ, তারা শাকিব খান ও ইন্ডাস্ট্রির ভালো চায় না। বর্তমান কিংবা আরও কয়েক বছর পরও শাকিব ছাড়া কোনো বিকল্প নেই। নির্মাতা মালেক আফসারী বলেন, ‘শাকিব খানের দিন শেষ হলে আর অন্য কোনো নায়কের দিন থাকবে। শাকিব সুপারস্টার। তার সিনেমা মুক্তি পেলেই শাকিবিয়ানরা তো দেখবেই, পাশাপাশি অন্য দর্শকও দেখেন। তার সিনেমা মুক্তি পেলে প্রযোজকরা টাকা ফেরত পান। আমি তাদের বলব, যারা এসব বানোয়াট কথা বলেন, তারা এসব কথা যেন না বলবেন। শাকিবের ক্যারিয়ারের শেষ হতে গেলে অনেককেই অনেক বছর অপেক্ষা করতে হবে। এসব গুজব ছড়িয়ে শাকিবের পেছনে লেগে কোনো লাভ হবে না। সবাইকেই অনুরোধ করব, সবাই মিলেমিশে কাজ করি।’