November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:29 pm

তিন পয়েন্ট নিয়ে ফিরল চেলসি

অনলাইন ডেস্ক :

নিজেদের হতভাগা ভাবতেই পারে ব্রেন্টফোর্ড। ৭৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা দলটির দুটি প্রচেষ্টা লাগল পোস্টে। তাদের আক্রমণের ঝাঁপটা সামলে কোনোমতে তিন পয়েন্ট নিয়ে ফিরল চেলসি। ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে টমাস টুখেলের দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন বেন চিলওয়েল। দারুণ কিছু সেভ করে বড় অবদান রাখেন এদুয়াঁ মঁদি। ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ব্রেন্টফোর্ড। গোলের উদ্দেশে মোট ১৬টি শট নেয় তারা, যার সাতটি ছিল লক্ষ্যে। আর চেলসির পাঁচ শটের মাত্র একটি লক্ষ্যে, সেটিতেই মেলে জয়। ২২তম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম শটেই এগিয়ে যেতে পারত ব্রেন্টফোর্ড, কিন্তু বাঁধ সাধে ওই পোস্ট। আট গজ দূর থেকে ফরাসি ফরোয়ার্ড ব্রায়ান এমবিউমোর শট পোস্টে লাগে। পরক্ষণে চেলসির রোমেলু লুকাকু জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ৩৭তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন টিমো ভেরনার। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ নৈপুণ্যে একমাত্র গোলটি করেন চিলওয়েল। ডি-বক্সে আলগা বল পেয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার। ৭৩তম মিনিটে ইভান টনির শট ফিরিয়ে চেলসিকে বাঁচান মঁদি। পরের মিনিটে এমবিউমোর নিচু শট আবারও পোস্টে লাগে। বাকি সময়ে আরও দুটি দারুণ সেভ করে চেলসির তিন পয়েন্ট নিশ্চিত করেন মঁদি। আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে চেলসির পয়েন্ট হলো ১৯। দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানো লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। বার্নলির বিপক্ষে ২-০ গোলে জেতা শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে। ১৫ পয়েন্ট নিয়ে চারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। লেস্টার সিটির মাঠে ৪-২ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ১ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে আছে।