October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 22nd, 2022, 7:34 pm

তিন সন্তান নিয়ে ফের বিয়ে করলেন গায়িকা

অনলাইন ডেস্ক :

সানি লিওন অভিনীত ‘রাগিনী এম এম এস ২’ ছবিতে ‘বেবি ডল’ গান গেয়ে রাতারাতি খ্যাতি লাভ করেছিলেন গায়িকা কণিকা কাপুর। গান গাওয়া ছাড়াও ব্যক্তি জীবনের নানা ঘটনা নিয়ে তিনি আলোচনায় থাকেন। বেশ কয়েক মাস ধরেই তিনি গুঞ্জনের জন্ম দিয়েছেন প্রেম নিয়ে। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে দীর্ঘ দিনের প্রেমিক গৌতমকে বিয়ে করলেন এই গায়িকা। গায়িকা নিজে সামাজিক মাধ্যমে মেহেদি অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেছেন। সঙ্গে কিছু ইমোজি জুড়ে দিয়ে গৌতমের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি।’ সেসব ছবিতে এই গায়িকাকে গৌতমের সঙ্গে ফুল নিয়ে উল্লাস করতে ও নাচতে দেখা যাচ্ছে। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইতোমধ্যেই তাদের বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এটি কণিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় কণিকার। এরপর বেশ কয়েক বছর ধরেই প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কণিকা। কনিকার তিন সন্তান অনন্যা, সামারা আর যুবরাজ। তারাও মায়ের দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিল। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কনিকা-গৌতমের বিয়ের অনুষ্ঠান হবে লন্ডনে।