অনলাইন ডেস্ক :
ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা-সমালোচনায় অভিনেত্রী তানজিন তিশা। বলা যায়, রীতিমতো টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন তিনি। কয়েক দিন আগেই মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিশা। যদিও পরে সেটা অস্বীকার করেন এই অভিনেত্রী। এবার তিশার ৯ মিনিটের ফোনালাপ ফাঁস হয়েছে নেটদুনিয়ায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া তিশার ওই ফোনালাপটি অনেক পুরনো। অভিনেতা ফারহানের আগে গায়ক হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা। তবে খুব বেশি দিন টেকেনি সেই সম্পর্ক। সে সময় প্রাক্তন প্রেমিক হাবিবের প্রাক্তন স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল তিশার।
মূলত সেই কথোপকথনের পুরোনো অডিওটি আবার নতুন করে ভাইরাল হয়েছে। ৯ মিনিটের ওই অডিওতে হাবিবের প্রাক্তন স্ত্রী রেহানের কাছে বার বার তিশা জানতে চাচ্ছিলেন, আদৌ তাদের সম্পর্কটি ঠিক হয়ে গিয়েছে কিনা। যদি ঠিক হয়ে যায় তাহলে হাবিব এবং রেহানের মাঝখান থেকে সরে যাবেন তিনি। রেহানকে অভিনেত্রী আরও বলেন, আমি তিশা আজ মেন্টালি-ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি। আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি, হাবিব কি এখন তোমার এখানে? একটা সম্পর্কে কতটা ইগনোর আমি সহ্য করে যাচ্ছি। যদি তোমার সঙ্গে হাবিবের সবকিছু ঠিক হয়েই যায়, তাহলে আমি ওকে ছেড়ে দিব। হাবিবও আমার কাছে এ কথাটা স্বীকার করে না। তিশা বলেন, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। ভালোবাসার জন্য ক্যারিয়ার চলে যাক, এতে কিছু যায় আসে না।
অভিনেত্রী বলেন, আমি জানি হাবিব এখন তোমার ওখানে। আমি জানতে চাই তোমরা কি গেট ব্যাক করবা? তাহলে আমি সরে যাব, আমাকে শুধু এই কথাটা জানাও। আমি তোমার কাছ থেকে জানতে চাই, হাবিব কী আমাকে নিজের স্বার্থে শুধু ব্যবহার করছে? এই অডিও থেকে এটাও জানা যায় যে, হাবিবের মা তানজিন তিশার ওপর প্রচ- বিরক্ত ছিলেন। কয়দিন আগে আত্মহত্যার চেষ্টার খবরটি সামনে আসার পর তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে তিশা জানান, আত্মহত্যার খবরটি সম্পূর্ণ ভুল। সেইসঙ্গে সাংবাদিকদের নিয়েও নানান মন্তব্যের পাশাপাশি ব্যাপক বাজে আচরণ করেন এই অভিনেত্রী। তবে পরদিনই আবার নিজের আচরণের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চান তিশা। অবশ্য তার এর কিছুক্ষণ পরই নিজেকে ওই পোস্টটি তিশা মুছে দেওয়ায় নতুন রহস্য জন্ম দেয়। সেই রেশ না কাটতেই এবার ফাঁস হলো অভিনেত্রীর পুরনো ফোনালাপটি।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২