September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 9th, 2023, 7:53 pm

তীব্র সমালোচনার মুখে ফারিয়া

অনলাইন ডেস্ক :

নুসরাত ফারিয়া মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে নজরকাড়া ছবি পোস্ট করে আলোচনায় আসেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’র আইটেম গানে আবেদনময়ী নাচ দিয়ে দর্শকের ঘুম কেড়েছেন ফারিয়া। সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ও খোলামেলা ছবি পোস্ট করে সমালোচনারও মুখে পড়েছেন। নুসরাত ফারিয়া সম্প্রতি তুরস্কে গিয়েছেন। সেখানেই গরমের সময়টা কাটাচ্ছেন। শুধু তগাই তাই নয়, এই অবসর উদযাপন সামাজিক মাধ্যমে হালনাগাদ করছেন। সম্প্রতি দেড়টার দিকে নুসরাত ফারিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন। ক্যাপশনের ভাবার্থ হচ্ছে, ‘প্রচন্ড গরমের সমস্যা, তবে আমি গ্রীষ্মকালকে বোঝাতে চাইছি’। নুসরাত ফারিয়া তার ছবি পোস্টের সঙ্গে সঙ্গে তার ফলোয়ার ও ভক্তরা মন্তব্য করতে যেন ঝাঁপিয়ে পড়েন।

তবে ইতিবাচক মন্তব্যের চেয়ে নেতিবাচক মন্তব্য বেশি করছেন সবাই। এর শনিবার ও রোববার ও সোশ্যাল হ্যান্ডেল হালনাগাদ করছেন। সেখানে নেটিজেনরা নুসরাত ফারিয়াকে ছেড়ে কথা বলছেন না। নেতিবাচক ও কটূ কথার মুখে নুসরাত ফারিয়া। যদিও এসবকে নুসরাত ফারিয়া একেবারে খেয়াল করেন না। এর আগে এক প্রশ্নের জবাবে এই তারকা বলেছিলেন, আপনাদের প্রতিটি গালির জন্য আমি নির্দিষ্ট টাকা পাই। ফারিয়া আগেই জানিয়েছিলেন, ঈদের পর ছুটি কাটাতে তুরস্কে যাবেন, ফেরার পর শুরু করবেন নতুন সিনেমার কাজ।