September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 15th, 2024, 7:40 pm

‘তুফান’র আরও এক গান প্রকাশ্যে

অনলাইন ডেস্ক :

গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এখনো থামেনি ‘তুফান’ ঝড়। দেশের গন্ডি পেড়িয়ে আলো ছড়িয়েছে ভিন দেশেও। বিশ্বের ১৫টি দেশে চলছে শাকিব খানের এই সিনেমা। গল্প ও অভিনয়ের পাশাপাশি ‘তুফান’র গানগুলো দর্শকদের আকৃষ্ট করেছে। এবার প্রকাশ হয়েছে ‘তুফান’ সিনেমার নতুন আরও এক গান ‘আসবে আমার দিন’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আরাফাত মহসিনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল। গত রোববার গানটি প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

গানের কথাগুলো এমন- ‘আজকে আমার পকেট ফাঁকা/ কালকে হবে অনেক টাকা। আরে জীবন চলবে ঝাকানাকা/ ঘুরে যাবে ভাগ্য চাকা।’ গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসছে শাকিব খান। শাকিব খান ছাড়াও ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।