September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 15th, 2023, 7:54 pm

তুলে রাখা হচ্ছে ধোনির ‘৭ নম্বর’ জার্সি

অনলাইন ডেস্ক :

ভারতের অধিনায়ক হিসেবে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন মহেদ্র সিং ধোনি। ২০১৯ সালে ভারতের জার্সিতে সবশেষ ম্যাচ খেলা এই উইকেটরক্ষক-ব্যাটার ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ধোনির প্রতি সম্মানা জানিয়ে তার ‘৭ নম্বর’ জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘তরুণ ক্রিকেটার এবং এখন দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, ৭ নম্বর জার্সি পরতে পারবেন না তারা। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।’

এর আগে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে সম্মান জানাতে তার ১০ নম্বর জার্সি অবসরে রেখেছে বিসিসিআই। সেই কর্মকর্তা আরো বলেছেন, ‘বর্তমান ক্রিকেটারদের মধ্যে ৬০টি জার্সি নম্বর দেওয়া হয়েছে। কোনো খেলোয়াড় যদি এক বছরও ক্রিকেট থেকে দূরে থাকেন, তাহলে আমরা তাঁর জার্সি নম্বর কাউকে দিই না। এমন অবস্থায়, যে খেলোয়াড় অভিষেক করবেন তার জার্সি নম্বর ৩০ এর কাছাকাছি বেছে নেওয়ার অধিকার থাকবে। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এরপর তার নেতৃত্বে ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জেতার নজির রয়েছে কেবল ধোনির।