November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 5th, 2023, 3:46 pm

‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ : শ্রেষ্ঠতার বিচারে ৭ টি বিভাগে পুরস্কার পেলেন ৭ জন

অনলাইন ডেস্ক :

গত শুক্রবার সন্ধ্যায় পর্দা নামলো বাংলাদেশ শিল্পকলা আয়োজিত ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এর। ১৫ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে শ্রেষ্ঠতার বিচারে ৭ টি বিভাগে পুরস্কার পেলেন ৭ জন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে চলা ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি, সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ্উদ্দিন শাকের। এবারে উৎসবে প্রদর্শীত ৩৬ টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়েছে ৭ জনকে। পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া ২০ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার জিতেছেন নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)। এছাড়া বিশেষ জুরি পুরস্কার পান রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনা জলের কাব্য)। সেরা চিত্রগ্রাহক সাইয়ীদ কাশেফ শাহবাজী (চন্দ্রাবতী কথা), সেরা সম্পাদক সুজন মাহমুদ (শিমু), সেরা শব্দ পরিকল্পক রিপন নাথ (ফাগুন হাওয়ায়), সেরা প্রযোজনা পরিকল্পক খন্দকার সুমন (সাঁতাও)। অনুষ্ঠানে ৭টি বিভাগে পুরস্কারের অর্থমূল্য হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র- ২লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা- ১ লক্ষ ৫০ হাজার টাকা, বিশেষ জুরি-১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চিত্র গ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার, এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা।