October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 21st, 2021, 8:09 pm

তৃতীয় ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক:

আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় ওভার বল করার সময় হঠাৎ ব্যথা অনুভব করেন ফিজ। তৃতীয় ওভারে এক বল করার পর মাঠ ছাড়েন মুস্তাফিজ। তার আগে নর্দার্ন গ্যালারি থেকে উঁচু দেয়াল টপকে মাঠে প্রবেশ করেন এক দর্শক। মাঠে প্রবেশ করেই দৌঁড়ে দিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে মুস্তাফিজের পা ছোঁয়ার চেষ্টা করেন ঐ দর্শক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, রোববার মুস্তাফিজের অবস্থা পুনঃমূল্যায়ন করা হবে। এরপর তৃতীয় ম্যাচে তার অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।