October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 8:02 pm

তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক

অনলাইন ডেস্ক :

ফরাসি ওপেনে আরেকটি দাপুটে জয় পেয়েছেন দানিল মেদভেদেভ। সার্বিয়ার লাসলো জেরেকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। মেয়েদের এককে সহজ জয়ে একই পর্বে পা রেখেছেন বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়াওতেক। গত বছরের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ রোলাঁ গাঁরোয় বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে জেতেন ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে। প্রথম রাউন্ডেও সরাসরি সেটে জেতা এই রাশিয়ান পরের ধাপে আরেক সার্বিয়ান মিওমির কেচমানোভিচের বিপক্ষে খেলবেন। যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কের বিপক্ষে ৬১ মিনিটেই ৬-০, ৬-২ গেমে জেতেন এখানে ২০২০ সালের চ্যাম্পিয়ন পোল্যান্ডের শিয়াওতেক। তবে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন আরেক সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হালেপ ও অষ্টম বাছাই কারোলিনা প্লিসকোভা। ২০১৮ সালের শিরোপা জয়ী রোমানিয়ার হালেপকে ২-৬, ৬-২, ৬-১ গেমে হারান চীনের ১৯ বছর বয়সী ঝেং কিনওয়েন। দিনের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছেন গত বছর উইম্বলডনের রানার্সআপ প্লিসকোভা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২২৭ নম্বরে থাকা ফ্রান্সের লেওলিয়া জঁজঁয়ের বিপক্ষে তিনি হেরে গেছেন সরাসরি সেটে; ৬-২, ৬-২ গেমে।