October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 9:14 pm

তেঁতুলতলা খেলার মাঠ: মা-ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে পুলিশের থানা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলো তাদের দুজনকে হয়রানি ও আটকের প্রতিবাদে এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব।

তিনি বলেন, দিনভর বিক্ষোভের মুখে পুলিশ মধ্যরাতে সৈয়দা রত্না ও তার ছেলেকে ছেড়ে দিলেও আন্দোলন বন্ধে তার কাছ থেকে অবৈধ মুচলেকা নেয়া হয়েছে।

সমাবেশে উপস্থিত সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, কাউকে ১৩ ঘণ্টার বেশি আটকে রাখা দেশের সংবিধান ও আইনের লঙ্ঘন।

এছাড়া আটকের প্রতিবাদে বিকাল ৩টায় কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনগুলো।

মানবাধিকার কর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে, রবিবার সকাল ১১টার দিকে ফেসবুকে খেলার মাঠে সীমানা প্রাচীর নির্মাণের লাইভ-স্ট্রিমিং করার সময় রত্না ও তার ছেলেকে আটক করে পুলিশ।

কলাবাগানে খেলার মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করায় ‘বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর’ অভিযোগে আটকের প্রায় ১৩ ঘণ্টা পরে পুলিশ সৈয়দা রত্না ও তার ছেলেকে মুক্তি দেয়।

—ইউএনবি