July 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 12th, 2022, 7:43 pm

তেলেগু অঞ্চল থেকে পুরস্কৃত মিথিলা

অনলাইন ডেস্ক :

দক্ষিণ ভারত বললেই সবার মাথায় চলে আসে সেখানকার জমজমাট সিনে ইন্ডাস্ট্রির কথা। বেশ কয়েকটি ভাষায় ভারতের এই অঞ্চলে সিনেমা নির্মিত হয়। এর মধ্যে অন্যতম তেলেগু। যেটা মূলত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিস্তৃত। প্রভাস, মহেশ বাবু, আল্লু অর্জুনের মতো মহাতারকাদের সুবাদে তেলেগু সিনেমা এখন ভারত ছাড়িয়ে উপমহাদেশে রাজ করছে। সেই তেলেগু অঞ্চল থেকেই এবার একসঙ্গে দুটি পুরস্কার তুলে নিলেন দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। হায়দরাবাদে অনুষ্ঠিত ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ তাকে দেওয়া হয় ‘মৈত্রী পুরস্কার’ ও সেরা অভিনেত্রীর স্বীকৃতি। গত রোববার বিকালে উৎসবের দ্বিতীয় তথা সমাপনী দিনের আয়োজনে মিথিলার হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়। হায়দরাবাদের প্রাসাদ প্রিভিউ ল্যাবে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার প্রদান আয়োজন। ভারত থেকেসুখবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই। মিথিলা বললেন, ‘‘মৈত্রী পদকটি পেলাম দুই বাংলায় অভিনয়ের সুবাদে। শুধু সিনেমা না, যেকোনও মাধ্যমে অনবদ্য অভিনয়ের জন্য। যেমন আমি সিনেমার পাশাপাশি দুই বাংলায় ওটিটিতেও কাজ করেছি। তো অভিনয়ে আমার ভূমিকার জন্যই এ সম্মাননা দেওয়া হয়েছে। আর সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছি ‘মায়া’তে অভিনয়ের জন্য।’’ ‘বলার জন্য বলা না, পুরস্কার অবশ্যই উৎসাহ বাড়ায়। তাছাড়া সিনেমার জন্য এটা আমার প্রথম কোনো স্বীকৃতি। এর ফলে নতুন কাজের স্পৃহা তৈরি হলো। এটা বাড়তি দায়িত্বও বটে। চেষ্টা করবো সেই দায়িত্ব বুঝে ভালো কাজের প্রয়াস চালিয়ে যেতে।’- বললেন আনন্দিত মিথিলা। বলা প্রয়োজন, শনিবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে মিথিলা অভিনীত প্রথম টলিউড সিনেমা ‘মায়া’। রাজর্ষি দে পরিচালিত সিনেমাটির গল্প নেওয়া হয়েছে শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ থেকে। এখানে নারীশক্তির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর গল্পের কেন্দ্রে রয়েছেন মিথিলা। ছবিটি উৎসবে প্রদর্শনের পর দর্শক-সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছেন বলে জানালেন অভিনেত্রী। এদিকে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানেও অংশ নিচ্ছে মিথিলার একটি ছবি। সেটির নাম ‘নীতিশাস্ত্র’। অরুনাভ খাসনবিশ পরিচালিত এই অ্যান্থলজি ফিল্মে মিথিলা অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়।