October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 30th, 2023, 8:23 pm

থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নয়জন নিহত

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি বাজারে আতশবাজির গুদামে বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১১৫ জন গুরুতর আহত হয়েছে। গত শনিবার থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী সুংগাই কোলোক শহরে এ ঘটনা ঘটে। নির্মাণকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। বাসিন্দারা জানান, তারা বিকেল তিনটার দিকে একটি বিরাট বিস্ফোরণের শব্দ শুনতে পান। স্থানীয় গভর্নর স্যানন পঙ্গাকসর্ন বলেন, মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের নির্মাণকাজের সময় ইস্পাত ঢালাইয়ের কারিগরি ত্রুটি এ বিস্ফোরণের জন্য দায়ী। ওই মার্কেট থেকে ১০০ মিটার দূরে থাকা সেকসান টেসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বাড়িতে ছিলেন।

হঠাৎ তিনি একটি জোরে, প্রকট আওয়াজ শুনতে পান এবং আমার পুরো বাড়িটি কেঁপে ওঠে। সেকসান টেসেন আরও বলেন, ‘তারপর দেখলাম আমার বাড়ির ছাদটা খোলা। আমি বাইরে তাকিয়ে দেখলাম ঘর ভেঙে যাচ্ছে এবং মাটিতে মানুষ পড়ে আছে। একটা বিশৃঙ্খল অবস্থা।’ দক্ষিণ পূর্ব এশিয়ায় আতশবাজি সংক্রান্ত দুর্ঘটনা ঘটেই থাকে। ছয় বছর আগে ইন্দোনেশিয়ায় একটি কারখানায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া পাঁচ দিন আগে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একজন নারী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা উন্নতির জন্য জনসাধারণের চাপ থাকা সত্ত্বেও থাইল্যান্ডের রাস্তা, নির্মাণস্থল ও কর্মস্থলে দুর্ঘটনার রেকর্ড এখনও খারাপ।