October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 16th, 2022, 8:30 pm

থাইল্যান্ডে আলো ছড়ালেন নাসরিন, দিয়া ও নিশা

অনলাইন ডেস্ক :

র‌্যাঙ্কিং রাউন্ডে আলো ছড়ালেন বাংলাদেশের তিন আর্চার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা। বাই পেয়ে মেয়েদের রিকার্ভ এককের শেষ ষোলোয় উঠেছেন তিন জনই। থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) কোয়ালিফিকেশন রাউন্ডে বুধবার নাসরিন ৬৪২ স্কোর করে দ্বিতীয় হন; ওয়ার্ল্ড আর্চারি স্বীকৃত প্রতিযোগিতায় তার আগের সেরা স্কোর ৬২৯। দিয়া ৬১৬ স্কোর করে অষ্টম এবং নিশা ৬০৮ স্কোর করে ৯ম হয়েছেন। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে নাসরিন-দিয়া-নিশাকে নিয়ে গড়া বাংলাদেশ দল ১৮৬৬ স্কোর করে ২য় হয়েছে। সেমি-ফাইনালে তারা মুখোমুখি হবে কাজাখস্তানের। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের হয়ে খেলেন রোমান সানা ও নাসরিন; দুজনের ১২৯৫ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। এদিকে কম্পাউন্ড পুরুষ এককের বাছাইয়ে নেয়াজ আহমেদ রাকিব ৬৯৪ স্কোর করে সপ্তম, মিঠু রহমান (৬৮৫) ১৬তম, হিমু বাছার (৬৮০) ২৪তম এবং মো: সোহেল রানা (৬৭৯) ২৫তম হয়েছেন। পরে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে মিঠু ১৪৫-১৪৪ স্কোরে হংকং-এর সেজে সিং ইউকে, রাকিব ১৪৬-১৪২ স্কোরে আরিফিন মোহাম্মদ শফিককে হারিয়ে প্রি কোয়ার্টার-ফাইনালে উঠেছেন। প্রি কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছেন হিমু ও সোহেল।