October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 6th, 2023, 9:05 pm

থাইল্যান্ডে হেরে গেছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

অনলাইন ডেস্ক :

হার দিয়ে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চনবুরিতে বাংলাদেশ ২-০ গোলে হেরে গেছে মালয়েশিয়ার কাছে। বল দখলের লড়াইয়ে মালয়েশিয়া এগিয়ে থাকলেও বাংলাদেশ ৮১ মিনিট পর্যন্ত ম্যাচটি ধরে রেখেছিল। একপর্যায়ে মনে হয়েছিল হয়তো ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারবে জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। তবে শেষ রক্ষা হয়নি। ৮২ ও ইনজুরি সময়ের দুই গোলে মালয়েশিয়া ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে আছে আয়োজক থাইল্যান্ড ছাড়াও ফিলিপাইন। এশিয়ার ৪৭ দেশের মধ্যে ৪৩টি অংশ নিচ্ছে ১১ গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও বেস্ট ৪ রানার্স উঠবে চূড়ান্ত পর্বে। স্বাগতিক কাতারকে নিয়ে আগামী বছর ১৫ এপ্রিল থেকে ৩ মে কাতারের চারটি শহরে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। ৯ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। শেষ ম্যাচ ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ফিলিপাইন।