October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 27th, 2021, 7:37 pm

থার্টিফার্স্টে চমক দেখাবেন হৃদয় খান-শানু

অনলাইন ডেস্ক :

লাক্সসুন্দরী হিসেবে পরিচিতি পেয়েছিলেন শানারেই দেবী শানু। নিয়মিত অভিনয় করছেন নাটক ও সিনেমাতে। এরপর বইমেলাতে লেখক হিসেবে পাওয়া যায় তাকে। সর্বশেষ গত ৫ নভেম্বর হৃদয় খানের সুরে গীতিকবি হিসেবে হাজির হন এই তারকা। প্রকাশিত হয় ‘শূন্য হৃদয়’ নামের গান। যা এসেছিল চমক আকারে। আবারও তারা তেমন কিছুই ভাবছেন। তৈরি হয়েছে নতুন গান ‘ভালোবাসা কী’। আর তা আসছে ইংরেজি বছরের শেষদিন থার্টিফার্স্ট উপলক্ষে। বিষয়টি জানিয়েছেন হৃদয় ও শানু দুজনই। শানারেই দেবী শানু বলেন, ‘‘ইতোমধ্যে ‘শূন্য হৃদয়’ গানটি আপনারা শুনেছেন। এটি নিয়ে অন্যরকম ভালোবাসায় ছিলাম, আছি, থাকবো। প্রথম গান তো- এ কারণেই। শব্দ নিয়ে খেলা আমার কাজ। হৃদয় খান সেটা সুরে বোনার সুযোগ করে দিয়েছেন। সুরের সঙ্গে শব্দ মিলিয়ে বসানো আমার জন্য নতুন অভিজ্ঞতা। গানটির কথা নতুন ফরম্যাটে লিখেছি। ভালোবাসা কী- তা সহজ-সরলভাবে লেখার চেষ্টা করেছি।’’ নতুন গানটির তৈরি প্রক্রিয়া নিয়ে হৃদয় বললেন, ‘ভালোবাসা কী- একেবারে নতুন গান। এটা পুরোপুরি রোমান্টিক সং। যখন আমি টিউনটা করি, তখন ভালোবাসার কথাই চিন্তা করেছি। এর পরপরই শানুকে ফোন করি। বলি, এমন সুর হয়েছে। আমি চাচ্ছি, গানটি দুজনে মিলে তৈরি করতে। এবং এটা থার্টিফার্স্টে রিলিজ করতে।’ গাওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় নিজেই। হৃদয় জানান, ৩১ ডিসেম্বর এর অডিও সংস্করণটি অবমুক্ত হবে। এরপর এটির ভিডিও নির্মাণ হবে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি নিয়মিত করছেন লেখালেখি। এরমধ্যে প্রকাশ হয়েছে কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’, ‘লাল এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’। শিশুতোষ গল্প ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’, উপন্যাস ‘একলা আকাশ’ ও ‘আমার একটা তুই চাই’।