June 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 8:27 pm

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ইলিয়ানা

অনলাইন ডেস্ক :

দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমা ‘দেবাদাসু’ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘদিন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শীর্ষ অবস্থান ধরে রাখেন তিনি। শুধু তাই নয়, নিজের অভিনয় মুন্সিয়ানায় দক্ষিণের পাশাপাশি নিয়মিত কাজ করছেন বলিউডেও। তবে এবার যে ইন্ডাস্ট্রি থেকে তার উত্থান, তারাই বর্জন করল ইলিয়ানাকে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ইলিয়ানা! যা নিয়ে এখন ভক্ত-সমালোচকদের জল্পনা-কল্পনা তুঙ্গে রয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি দক্ষিণী ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। যার ফলে একটা বিরাট অঙ্কের ক্ষতি হয় ছবির প্রযোজকের। ধারণা করা হচ্ছে, এমন অপেশাদারিত্বের কারণেই নিষিদ্ধ করা হয়েছে তাকে। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর তরফে কোনো বিবৃতি মেলেনি। উল্লেখ্য, মাস কয়েক আগেই শোনা যায়, অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দেন নিজের। শরীরের জলের পরিমাণ কমে যায় ইলিয়ানার। যে কারণে হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় এই অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে লেখেন, তিনি স্থিতিশীল রয়েছেন। অন্যদিকে কাজের চেয়ে বেশ কিছুদিন ধরে নিজের ব্যক্তিজীবন নিয়েও বারবার শিরোনামে আসছেন ইলিয়ানা। সম্প্রতি ক্যাটরিনা কাইফের তুতো ভাইয়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। ‘কফি উইথ করণ’ শোতে ক্যাটরিনাকে ইলিয়ানা ও তার ভাইয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান ক্যাটরিনা। এছাড়াও একাধিক স্থানে এই জুটিকে দেখতে পাওয়ার ছবিও ভাইরাল হয়েছে। যে কারণে অনেকেই মনে করছেন গোপনে চুটিয়ে প্রেম করছেন তারা।