October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 7th, 2023, 8:01 pm

দক্ষিণী তারকার সাথে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন হিন্দি সিনেমার আড়ালে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তার অভিনীত হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’ মুক্তি পেলেও প্রিয়াঙ্কা ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন তার পরবর্তী হিন্দি সিনেমার। তারই মাঝে এবার গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি প্রজেক্ট প্রসঙ্গে। ই-টাইমসের একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। যার পরিচালনা করবেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। জানা গেছে, ভারত-পাকিস্তানের যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন এই প্রজেক্টের জন্য দীপিকা পাডুকোন ও ¤্রুণাল ঠাকুরের সাথেও কথা বলা হয়েছিল। তবে প্রিয়াঙ্কা এর জন্য চূড়ান্ত হন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। এমনকি নির্মাতারাও ছবি কিংবা কাস্টিংয়ের প্রসঙ্গে কিছুই বলেননি। এদিকে ‘আরআরআর’ খ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর এখন ব্যস্ত তার অভিনীত আসন্ন ছবি ‘দেবরা’ নিয়ে। যেখানে তার বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এই ছবির জন্যও অনুরাগীরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। ‘দেবরা’ ছবিটির পাশাপাশিও জুনিয়র এনটিআরকে দেখা যেতে পারে হৃতিক রোশন অভিনীত আসন্ন ছবি ‘ওয়ার টু’তে।