October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 25th, 2022, 7:35 pm

দক্ষিণে ঝুঁকছেন ক্যাটরিনা

অনলাইন ডেস্ক :

বলিউডকে ছাড়িয়ে গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা। নতুনত্বে ভরা প্রতিটি গল্পেই থাকে বিগ বাজেট। সিনেমায় আভিজাত্যও ঈর্ষণীয়। ইদানীং তাই বলিউড সুপারস্টাররা ঝুঁকছেন দক্ষিণে। ইতোমধ্যেই অনেক বলিউড তারকা দক্ষিণী সিনেমার প্রশংসা করেছেন, সেইসঙ্গে দেখিয়েছেন কাজের আগ্রহ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যাটরিনা কাইফ। এর আগেও মলয়ালম সিনেমাতে কাজ করেছেন তিনি, তবে তা অনেক আগে। বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রি ও সিনেমা আগের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তায় আছে। বলতে গেলে জনপ্রিয়তার তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ক্যাটরিনা বলেছেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা রয়েছেন প্রতিভাধর।’ ‘পন্নিয়িন সেলভান ১’ সিনেমার উদাহরণ টেনে ক্যাটরিনা বলেন, ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো সিনেমা, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ- আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।’ উল্লেখ্য, সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। বিয়ের পর ‘ফোন ভূত’ ক্যাটরিনার প্রথম সিনেমা। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।