October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 7:42 pm

দক্ষিণ আফ্রিকার কাছে হারল নিউজিল্যান্ডের মেয়েরা

অনলাইন ডেস্ক :

নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হ্যামিল্টনে বৃহস্পতিবার (১৭ মার্চ) নিউজিল্যান্ডের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে ৩ বল হাতে রেখে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। অধিনায়ক সোফি ডেভাইনের ৯৩, অ্যামিলা কেরের ৪২ ও ম্যাডি গ্রিনের ৩০ রানের পরও কিউইরা গুটিয়ে যায় ২২৮ রানে। দক্ষিণ আফ্রিকার শবনম ইসমাইল ও আয়াবঙ্গা খাকা ৩টি করে উইকেট নেন। ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা একপর্যায়ে ২ উইকেটে ১৬১ রান তুলে ফেলেছিল। এরপর ২১৭ রান পর্যন্ত পৌঁছতে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত মারিজান্নে ক্যাপ ও আয়াবঙ্গা দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লৌরা ভলভার্ট ৬৭ ও সানে লুস ৫১ রান করেন। ক্যাপ অপরাজিত থাকেন ৩৪ রানে। এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল প্রোটিয়ারা। পয়েন্ট সংখ্যায় অজিদের ছুঁয়ে ফেলেও নেট রানরেটে কিছুটা পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ৪ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাও ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পকেটে পুরেছে।