November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 17th, 2022, 7:57 pm

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক পদে আর নেই স্মিথ

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে ২০১৯ সালের শেষের দিকে ক্রিকেট পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে এই চুক্তি আরও দুই বছর বাড়ানো হয়েছিল। ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর স্মিথের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল তাঁর সাবেক সতীর্থ মার্ক বাউচারকে চার বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দেওয়া। সম্প্রতি অভিযোগ উঠেছে কোনো সাক্ষাৎকার না নিয়ে বাউচারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সময় তাঁর কোচিংয়ের তেমন অভিজ্ঞতা ছিল না। তাই কড়া সমালোচনা হয়। এদিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্মিথের চুক্তি গত মার্চের শেষের দিকে শেষ হয়ে গেছে। তিনি আর এই পদে থাকছেন না। স্পোর্ট টোয়েন্টিফোরের খবরে জানা গেছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিইও ফোলেতসি মোসেকি জানিয়েছেন, স্মিথ ক্রিকেট পরিচালক হিসাবে দায়ত্বি অব্যাহত রাখতে আগ্রহ দেখাননি। এ ব্যাপারে সিইও ফোলেতসি মোসেকি বলেন, ‘মার্চের শেষ দিকে চুক্তি শেষ হওয়ার পর স্মিথ আর এই ভূমিকায় নেই। তিনি আর এই পদে থাকতে চান না। আমরা যত দ্রুত সম্ভব নতুন পরিচালক নিয়োগ দেব। আশা করছি এক বা দুই মাসের মধ্যে এই নিয়োগ দেওয়া হবে।’ এদিকে যে বাউচারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তিনি বরখাস্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। তা ছাড়া বাউচারের নিয়োগ ত্রুটিপূর্ণ বলে শোনা যাচ্ছে।