September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 14th, 2021, 1:22 pm

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে ৭২

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর ঘটনায় তার সমর্থকদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। আর আটক করা হয়েছে ১২ শতাধিক বিক্ষোভকারীকে।

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা জুড়ে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গসহ বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, দাঙ্গা, অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম লুটপাটসহ নানা ঘটনা ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। হতাহতের ঘটনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। সহিংসতা, লুটপাট দেশজুড়ে ছড়িয়ে পড়লে খাদ্য সংকটের শঙ্কা করছেন শাসকরা।