অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। এতে বাংলাদেশ দলের শক্তি কিছুটা হলেও কমেছে। তবে এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি প্রেটিয়ারা। টাইগারদের বিপক্ষে খেলার জন্য তারা পূর্ণশক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে। অবশ্য এ নিয়ে ভাবছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বরং তিনি দক্ষিণ আফ্রিকার পূর্ণশক্তির স্কোয়াড দেখে রোমাঞ্চিত। ২০২৩ বিশ্বকাপের আগে এমন শক্তিশালী স্কোয়াডগুলোর বিপক্ষে খেললে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ আরও বাড়বে বলেই মনে করেন দেশসেরা ওপেনার। সংবাদমাধ্যমকে তামিম ইকবাল বলেন, ‘আমাদের জন্য এটাই সবচেয়ে ভালো হলো বলে আমার মনে হয়। বিশ্বকাপে প্রত্যেক দলেই থাকবে তাদের সেরা স্কোয়াড। তার আগে এখন সেরা দলগুলোর বিপক্ষে খেলছি। এটাই আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক।’ শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে ভালো করে আত্মবিশ্বাস আরও উঁচুতে নিয়ে যেতে চান জানিয়ে তিনি বলেন, ‘তাদের বিপক্ষে সফল হলে এটা আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। তারা পূর্ণশক্তির দল নিয়ে খেলবে। আমি এতে খুশি।’
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’