October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 24th, 2021, 7:20 pm

দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড ৪ হাজারের বেশি করোনা শনাক্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়া নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির পর একদিনে রেকর্ড ৪ হাজারের বেশি শনাক্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। স্বাস্থ্যবিধি শিথিল করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে করোনায় শনাক্ত ও মৃত্যু উল্লেখযোগ্য হারে বাড়ছে।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি জানিয়েছে, বুধবার নতুন করে আক্রান্ত হওয়া ৪ হাজার ১১৬ জনের বেশির ভাগই রাজধানী সিউল এবং আশেপাশের মেট্রোপলিটন এলাকার বাসিন্দা। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৫ হাজার ৬৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৫ জন করোনা রোগী মারা গেছেন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৩ জনে।

উচ্চ টিকা দেয়া হারের মধ্যে সামাজিক দূরত্বের ব্যবস্থা শিথিল করার পর সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়া সর্বশেষ দেশ দক্ষিণ কোরিয়া।

থ্যাঙ্কস গিভিং ছুটির সপ্তাহান্তের আগে মার্কিন যুক্তরাষ্ট্রেও শনাক্ত বাড়ছে। এদিকে ইউরোপজুড়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার অস্ট্রিয়া দেশব্যাপী কঠোর লকডাউন জারি করেছে।