September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 8:27 pm

দক্ষিণ সুরমার লালাবাজারে আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ড্রেন-কালভার্ট নির্মাণে গুরুত্ব দিচ্ছে। সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করছে।
তিনি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি বলেন, সরকার আন্তরিকতার সাথে উন্নয়ন কাজ করে যাচ্ছে, এসব কাজ যাতে সুষ্টু ভাবে পরিচালিত হয় সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক বদরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বশির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন রাসেল, আওয়ামী লীগ নেতা আলম রেজা, নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকো, ইউপি সদস্য ইসহাক আলী, সুহেল আহমদ, আব্দুল হক, চেরাগ আলী প্রমুখ।