October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 14th, 2021, 8:58 pm

দক্ষিণ সুরমায় বিনা প্রতিদ্বন্ধিতায় মহিলা সদস্য নির্বাচিত হলেন হাছনা আক্তার

জেলা প্রতিনিধি, সিলেট:
বিনা প্রতিদ্বন্ধিতায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ২ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোছা: হাছনা আক্তার ।
গত ১১ নভেম্বর দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার ও রির্টানিং অফিসার মো: আব্দুল মুন্তাকিম হাছনা আক্তারকে নির্বাচনী বিধিমালা, ২০১০ এর উপবিধি(১) এর দফা(গ) অনুযায়ী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন। ইউনিয়নের করসনা গ্রামের মৃত ফুরতান আলীর মেয়ে ও গোয়ালগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহিবুর রহমান ইছহাক মিয়ার বোন মোছা: হাছনা আক্তার লালাবাজার ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি ইউনিয়নের বিবিদইল গ্রামের মো: লিলু মিয়ার স্ত্রী। যিনি একাধারে বিগত ৪টি নিবাচনসহ মোট ২৫ বছর যাবৎ পরিষদের ২নং ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আলাপাকালে মোছা: হাছনা আক্তার জানান, জনগণের ভালোবাসাই আমাকে জনসেবা করার প্রেরনা যোগায়। তাই সবসময় জনগনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি। যতদিন বাচবো, জনগণের ভালোবাসা নিয়েই বেচে থাকতে চাই। তিনি তার আগামীর সফলতায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।