জেলা প্রতিনিধি, সিলেট :
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ছিলো ২ নভেম্বর মঙ্গলবার। এ দিনে সিলেট জেলার দক্ষিণ সুরমার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সদস্য পদে ১৭৯ জন এবং সংরক্ষিত আসনে ৪৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এর মধ্যে সিলাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ অলিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান, আত্তর আলী, সুমন মিয়া, মাহবুবুর রহমান, ফয়জুল হক।
মোগলাবাজার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ছদরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হামিদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুকিত, শামিনুল হক, ময়নুল ইসলাম মঞ্জু।
দাউদপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতিকুল হক, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম আলম, দেলওয়ার হোসেন, ছালিক মিয়া।
জালালপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওয়েস আহমদ, স্বতন্ত্র প্রার্থী মাওঃ সুলেমান হোসেন, নেছারুল হক বুস্তান, ফারুক আহমদ, ইসলামী আন্দোলন মনোনীত শেখ হারুনুর রশিদ।
লালাবাজার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তোয়াজিদুল হক তুহিন, স্বতন্ত্র প্রার্থী খালেদ আহমদ রাসেল, মামুনুর রহমান চৌধুরী, আব্দুল মুহিত, আমিনুর রহমান চৌধুরী, শহিদুর রহমান।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র বাচাই আগামী ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর আর ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি