অনলাইন ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী পূর্ব দনবাস অঞ্চলকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। রাশিয়া যে অঞ্চলে আক্রমশে জোর দিয়েছে, সেখানকার বর্ণনা দিয়ে জেলেনস্কি বলেছেন, নরকে পরিণত করে দেওয়া হয়েছে জায়গাটি। এটি অতিরঞ্জিত কথা নয়। কিয়েভ থেকে দেওয়া রাত্রিকালীন ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী ওই অঞ্চলকে সমান (ভেঙেচুরে) করে দিয়েছে। মধ্য ইউক্রেনের শহরগুলোতেও ক্রমাগত হামলা চলছে। তার মধ্যে দনবাস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেছেন, এইসব কিছুর জন্য রুশ সামরিক বাহিনীর ব্যাখ্যা থাকতে পারে না, নেই। যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা এটি। যতটা সম্ভব বাড়ি, সামাজিক সুবিধা এবং উদ্যোগকে ধ্বংস করা হচ্ছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া অভিযুক্ত করে বলেছে, দনবাসে আক্রমণ তীব্র করা হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের পালাতে বাধা দেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
‘পানির প্রতিটি ফোঁটা দূষণের শিকার ও অতি ব্যবহারে অপচয় হচ্ছে’
যুক্তরাষ্ট্রে পতনের মুখে ২০০ ব্যাংক
ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রীর আকস্মিক সফর