অনলাইন ডেস্ক :
রিমি করিম সুঅভিনেত্রী তো বটেই, সুকণ্ঠীও। তবে এবার তিনি চমকে দেবেন দর্শকদের। কারণ, চেনা কণ্ঠস্বরটা বদলে গেছে তার! তিনি কথা বলবেন ঠিকই, তবে দর্শকরা শুনবেন পুরুষের মতো কণ্ঠ! তার কণ্ঠের এমন বিস্ময়কর পরিবর্তন প্রাকৃতিকভাবে নয়, একেবারেই নিজের চেষ্টায়। যা নিতান্তই চরিত্রের প্রয়োজনে। সুঅভিনেত্রী বলে কথা। বাংলাদেশ টেলিভিশনে ১৮ সেপ্টেম্বর রাত ৯টায় প্রচার হবে নাটক ‘কোথায় যাবে’। রোজিনা নাসরিন কমলের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। আর এই নাটকটির টিয়া চরিত্রের জন্যই তার কণ্ঠে এমন পরিবর্তন আনতে হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে রিমি জানান, কলসডাঙ্গা গ্রামের একটি অবস্থাসম্পন্ন গৃহস্থের বাড়ির গল্প এটি। বাড়ির মালিক হোসেন মিয়া। তার দুই মেয়ে টিয়া আর ময়না। হোসেন মিয়ার কোনও ছেলে নেই। বড় মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মেয়ের কণ্ঠ পুরুষের মতো হওয়ায় বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। তাই টিয়া তার পরিবারের কারও সঙ্গে কথা বলে না। আর এই টিয়া চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তোফা হাসান, জাহাঙ্গীর আলম, আইনুন নাহার পুতুল ও রেজওয়ান পারভেজ।
আরও পড়ুন
বাংলাদেশে এবার কাপুর পরীক্ষা
অবশেষে বিয়ের খবর নিয়ে প্রকাশ্যে আঁচল
শুরু হলো ‘রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’