September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 8:37 pm

দর্শকশূন্য মাঠে বার্সেলোনা লিগ শুরু করতে যাচ্ছে

অনলাইন ডেস্ক :

গেতাফের কারণে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দর্শকশুন্য মাঠে লা লিগার নতুন মৌসুম শুরু করতে বাধ্য হচ্ছে। ২০১৭ সালে দর্শকদের হাঙ্গামার জেরে স্প্যানিশ সুপ্রীম কোর্ট গেতাফেকে শাস্তি দিয়েছে। ছয় বছর আগে মাদ্রিদের ক্লাব কোলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে টেনেরিফে ক্লাবকে হারিয়ে লা লিগায় উন্নীত হয়েছিল গেতাফে। ম্যাচ শেষে উল্লসিত সমর্থকরা মাঠে ঢুকে পড়ে, প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে উস্কানিমূলক আচরণ করে, রেফারিরাও তোপে মুখে পড়েছিল। এসব কারণে জাতীয় আদালত গেতাফের শাস্তি বাতিল করলেও সর্বোচ্চ আদালত তা বহাল রাখে। মৌসুমের শুরুতেই চ্যাম্পিয়ন বার্সেলোনাকে পেয়ে গেতাফে দারুণ উচ্ছ্বসিত ছিল। কিন্তু ক্লাব সভাপতি এ্যাঞ্জেল তোরেস জানিয়েছেন সমর্থকদের জন্য তার সত্যিই খারাপ লাগছে। তিনি বলেন, ‘তারা যদি আমাদের সমর্থকদের শাস্তি দেয় তবে কিছু করার নেই।

আমাদের এই শাস্তি মেনে নিতেই হবে। ক্লাবের আর্থিক ক্ষতির বিষয়টির তুলনায় সমর্থকদের জন্য বেশি খারাপ লাগছে।’ আগামী ১৩ আগস্ট বার্সেলোনাকে আতিথ্য দেওয়ার মধ্য দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে গেতাফে। মাদ্রিদ সরকার গেতাফেকে একবার জরিমানা করেছিল। সুপ্রীম কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল একই ঘটনায় দুইবার একটি ক্লাবকে তারা শাস্তি দিবেনা। এই দ্বিমতের কারণেই পরিপূণ শাস্তির ঘোষণা দিতে এত দেরী হয়েছে। বিশেষ করে জাতীয় কোর্ট যখন বাতিলে সিদ্ধান্ত নেয় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে স্পেনের সর্বোচ্চ আদালত। মাঠের আইন ভঙ্গের দায়ে এস্পানিয়লকে এবারের লিগে দুই ম্যাচ দর্শকশুন্য মাঠে খেলতে হবে।