October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 29th, 2021, 8:48 pm

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয় থেকে মেয়র আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় যুবলীগের উপদেষ্টা কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এদিকে নির্বাচনে অংশ নিদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত। প্রসঙ্গত, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের বিশেষ সভায় মেয়র পদে নৌকার চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।